কারাবাখে বিচ্ছিন্নতাবাদী নেতা আটক

আগের সংবাদ

ফৌজদারহাটে সমুদ্র পাড়ে নৌ-মিউজিয়াম করবে জেলা প্রশাসন

পরের সংবাদ

পাপনের মন্তব্যে অসন্তুষ্ট সাকিব

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৩ , ১১:০৩ পূর্বাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৩ , ১১:০৮ পূর্বাহ্ণ
সাকিব-তামিমের সম্পর্ক নিয়ে পাপনের মন্তব্যে অসন্তুষ্ট সাকিব

সাকিব-তামিম দ্বন্দ্ব বাংলাদেশ টিমের ওপেন সিক্রেট। নানা সময় নানা ব্যাক্তি এ বিষয়ে নিজের মতামত প্রকাশ করেছে। অনেক সময় নানা গুজবও ছড়িয়েছে। তবে মাঠে যুগলবেঁধে পাফরমেন্সের বেলায় কখনো দেখা যায় নি তাদের দ্বন্দ্বের প্রভাব পড়তে। এক সময় তাদের বন্ধুও ছিলো অন্যদের জন্য আদর্শের।

সাকিব-তামিমের বন্ধুত্বের মধ্যে চির ধরেছে অনেক আগেই। সেটা দিন দিন বাড়ছেই। এই দুইজন ড্রেসিংরুম ভাগাভাগি করলেও একে অপরের সঙ্গে কথা বলেন না, এমন মন্তব্য করেছিলেন নাজমুল হাসান পাপন। গণমাধ্যমে ড্রেসিংরুমের ভেতরের এসব কথা বলায় বিসিবি সভাপতির ওপর অসন্তুষ্ট হয়েছেন সাকিব।

তিনি বলেন, ‘প্রথমত, এটা পাপন ভাইয়ের অফিশিয়ালি বলা উচিত হয় নাই। অবশ্যই আমি আমার বাসার কথা মিডিয়াতে বলব না। আমি মনে করি, মিডিয়াতে বলাটা তার একটা ভুল সিদ্ধান্ত ছিল।’

তামিমের সঙ্গে সম্পর্ক যে আগের মতো বন্ধুত্বের পর্যায়ে নেই, অবশ্য সেটা স্বীকার করে সাকিব বলেন, ‘ওই সময় কি এটা (কথা না বলা) আমাদের দলের জন্য খারাপ প্রভাব ফেলত? আমার তো কখনো মনে হয়নি। অনেক উদাহরণ আছে (মাঠে কথা বলেছি)। আমার মনে হয় না দলে এটার প্রভাব পড়ত।’

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়