যুক্তরাষ্ট্রেই আছেন জয়, তার বাসাতে প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রেই আছেন জয়, তার বাসাতে প্রধানমন্ত্রী

আগের সংবাদ
কর্মের মধ্য দিয়েই শেখ হাসিনার জন্মের সফলতা

কর্মের মধ্য দিয়েই শেখ হাসিনার জন্মের সফলতা

পরের সংবাদ

মনপুরায় বৃদ্ধের গলায় ফাঁস

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৩ , ৮:৫৯ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৩ , ৮:৫৯ অপরাহ্ণ
মনপুরায় বৃদ্ধের গলায় ফাঁস

ভোলার মনপুরায় নিজ বসত বাড়িতে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে মো. কাসেম (৫৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করছেন।

বৃহস্পতবিার (২৮ সপ্টেম্বের) সকাল ৮টায় উপজলোর ২নং হাজিরহাট ইউনয়িনরে দাসেরহাট গ্রামে এ ঘটনা ঘটে। মো. কাসেম ওই গ্রামরে মিজান আলীর ছেলে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে মনপুরা থানা পুলিশ।

পুুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাসেম গত দুই-তিন বছর যাবৎ নানাবিধ অসুস্থতায় ভুগছিলেন। ৪ বছর আগে তার স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান জীবিকার তাগিদে পরিবারসহ ঢাকায় থাকেন। তাই কাসেম তার নিজ বসত ঘরে একাই বসবাস করছিলেন। এর মধ্যে বৃহস্পতবিার সকালে নিজ গৃহে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘরের দরজা জানালা খোলা অবস্থায় ছিলো। হঠাৎ তার শ্যালকের বউ ঝুলন্ত মরদহেটি দেখতে পেয়ে চিৎকার করেন। পরে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ভোলার মর্গে পাঠায়।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, নিহতের খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মনপুরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

কেএমএল

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়