নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা মো. সিদ্দিকুর রহমান পাঠানের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বনপাড়া পৌর শহরের পাটোয়ারী জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। মো. সিদ্দিকুর রহমান বনপাড়া পৌর সভার মৃধা পাড়ার মৃত রাজন খান এর ছেলে। তিনি পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানান, নিজ বাসা হতে ভ্যানযোগে পার্শ্ববর্তী বনপাড়া বাজারে যাওয়ার পথে পাটোয়ারী জেনারেল হাসপাতালের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণহীনভাবে তাকে আঘাত করলে ঘটনাস্থলেই পড়ে যান তিনি। পরে তাকে পাশ্ববর্তী পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নিয়ে যাওযার পথে তার মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।