প্রথম সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানালেন ফিলিস্তিনিরা

প্রথম সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানালেন ফিলিস্তিনিরা

আগের সংবাদ
স্বরার মেয়ের নাম রাখলেন রাবিয়া

স্বরার মেয়ের নাম রাখলেন রাবিয়া

পরের সংবাদ

৪৩ বছর বয়সে চিরবিদায় নেলসন ম্যান্ডেলার নাতনি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩ , ১০:০২ পূর্বাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৩ , ১০:০৭ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতনি জোলেকা ম্যান্ডেলা আর নেই। ৪৩ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন তিনি।

একজন মুখপাত্র জানিয়েছেন, বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের পরিবেষ্টিত হয়ে সোমবার সন্ধ্যায় তিনি মারা যান। খবর বিবিসির।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ এ গণমাধ্যমটি।

জোলেকা ম্যান্ডেলা তার ক্যান্সারের চিকিৎসার বিশদ বিবরণের জন্য সুপরিচিত হয়েছিলেন। তিনি তার মাদকাসক্তির অতীত ইতিহাস সম্পর্কেও খোলামেলা কথা বলতেন।

নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন বলেছে, জোলেকার কাজ ছিল অনুপ্রেরণামূলক।

ফাউন্ডেশনটি বলেছে, তিনি ‘ক্যান্সার প্রতিরোধ সম্পর্কে সচেতনতা’ তৈরি করেছিলেন এবং সেই সঙ্গে ‘রোগটি নিয়ে নানা কুসংস্কার ও নেতিবাচক বিশ্বাসও ভেঙ্গে ফেলেছেন’।

জোলেকা ম্যান্ডেলা বিষণ্ণতা নিয়ে তার সংগ্রাম এবং শৈশবে যৌন নিপীড়নের শিকার হওয়ার বিষয়টি নিয়েও অকপটে কথা বলতেন।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়