লাখের নিচে নামলো সোনার দাম

আগের সংবাদ

সংস্কৃতি মানুষকে ভালোবাসতে শেখায়

পরের সংবাদ

ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

২৪ ঘণ্টা না পেরুতেই গ্রেপ্তার ছিনতাইকারী

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩ , ১০:৩৬ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৩ , ১০:৩৬ অপরাহ্ণ

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দেলোয়ার হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় ঘাতক দুর্বৃত্ত রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এরমধ্য দিয়ে এ ঘটনার ২৪ ঘণ্টা পার হবার আগেই জড়িত মূল আসামিকে গ্রেপ্তার হলো।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিষয়টির সত্যতা নিশ্চিত করে উত্তর পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদ আলম।

ওসি বলেন, আজ সন্ধ্যায় রাজধানীর দক্ষিণ খানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি বলেন, গতরাতে উত্তরা ৭ নম্বর সেক্টরে বিএনএস সেন্টারের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন বড় ভাই দেলোয়ার হোসেন (৩০) ও ছোট ভাই আনোয়ার হোসেন (২৭)।

এ ঘটনায় বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে নিহত দেলোয়ার হোসেনের বাবা আলাউদ্দিন মন্ডল বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানা একটি হত্যা মামলা করেন। মামলা নং- ৪৪।

ঘটনার পর থেকেই উত্তরা পশ্চিম থানা পুলিশ জড়িতদের গ্রেপ্তারের অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তরা দক্ষিণ খান এলাকা থেকে মামলার প্রধান আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

সিডিএমএস যাচাই করে ও গ্রেপ্তার রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদক ছিনতাইসহ একাধিক মামলার আসামি তিনি। এলাকায় রফিকুল পেশাদার ছিনতাইকারী হিসেবেই পরিচিত। তাকে আগামীকাল আদালতে সোপর্দ করে রিমাণ্ড চাওয়া হবে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এখানে উল্লেখ্য যে, রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দেলোয়ার হোসেন(৩০) নামে এক যুবক নিহত হয়। ছিনতাইকারীকে জাপটে ধরতে গিয়ে আহত হয়েছে আনোয়ার হোসেন(২৭) নামে আরেক যুবক।

মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উত্তরায় ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টারের সামনে এঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।

অপর আহত আনোয়ারকে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়