বিএনপি গণতন্ত্রের বিপক্ষে ষড়যন্ত্র করছে

আগের সংবাদ
বাংলাদেশ থেকে সাড়ে ৮ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে

দেশ থেকে সাড়ে ৮ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে

পরের সংবাদ

শিখ নেতা হত্যাকাণ্ড: সুনির্দিষ্ট তথ্য পেলে তদন্ত করবে ভারত

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩ , ৮:২০ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৩ , ৮:২০ অপরাহ্ণ
শিখ নেতা হত্যাকাণ্ড: সুনির্দিষ্ট তথ্য পেলে তদন্ত করবে ভারত

শিখ নেতা হারদীপ সিং নিজ্জারের হত্যার পেছনে ভারতের কোনো হাত নেই। তবে এই প্রসঙ্গে কানাডা কোনো ‘সুনির্দিষ্ট’ তথ্য প্রদান করলে ভারত তা তদন্ত করে দেখবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার আগে নিউইয়র্কে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর: বিবিসির।

কানাডা সম্প্রতি বলেছে, নিজ্জার হত্যার পেছনে ভারতের সংশ্লিষ্টতার বিশ্বস্ত অভিযোগ তাদের কাছে রয়েছে। তবে ভারত এই দাবিকে ‘অযৌক্তিক’ বলে উড়িয়ে দিয়েছে।

জয়শঙ্কর আরো বলেছিলেন, ভারত সরকার কানাডাকে বলেছিল তারা হত্যার বিষয়ে যেকোনও ‘প্রাসঙ্গিক’ অভিযোগের তদন্ত করতে আগ্রহী। তিনি জোর দিয়ে বলেছেন এই হত্যার পেছনে দিল্লির কোনো ভূমিকা নেই।

তিনি বলেন, ‘প্রথমত আমরা কানাডিয়ানদের বলেছি যে এই বিচারবহির্ভূত হত্যা ভারতের নীতি নয়। দ্বিতীয়ত আমরা কানাডিয়ানদের বলেছিলাম, দেখুন, যদি আপনার কাছে নির্দিষ্ট কিছু থাকে, যদি আপনার কাছে প্রাসঙ্গিক কিছু থাকে, যদি এমন কিছু আপনারা জেনে থাকেন তাহলে আমাদের জানান। আমরা এটি দেখার জন্য আগ্রহী।’

প্রসঙ্গত, গত জুন মাসে ব্রিটিশ কলাম্বিয়ার একটি মন্দিরের বাইরে গুলি করে হত্যা করা হয় হারদীপ সিং নিজ্জারকে। তাকে ২০২০ সালে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেয় ভারত। ভারত সরকার প্রায়ই পশ্চিমা দেশগুলোতে শিখ বিচ্ছিন্নতাবাদীদের খালিস্তান বা আলাদা শিখ রাষ্ট্রের দাবিতে করা আন্দোলনে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে।

হরদীপ সিংকে ভারত খালিস্তান আন্দোলনের নেতা হিসেবে বিবেচনা করে। শিখদের জন্য স্বাধীন রাষ্ট্র ‘খালিস্তান’ নিয়ে ভারতে আশির দশকে তীব্র আন্দোলন। ‘অপারেশন ব্লু স্টার’ চালিয়ে ব্যাপক হতাহতের মধ্য দিয়ে সেই আন্দোলন দমন করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এতে হাজারো মানুষ প্রাণ হারায়।

ভারতে এই আন্দোলন স্তিমিত। বড় বড় রাজনৈতিক দলগুলো এটি সমর্থন করে না এবং পাঞ্জাবেও দীর্ঘদিন ধরে এ বিষয়ে কোনো কার্যক্রমের কথা শোনা যায়নি। তবে প্রবাসী শিখরা এখনো এই মতবাদে বিশ্বাসী, বিশেষত কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের। এসব দেশে খালিস্তানের স্বপক্ষে যেকোনো উদ্যোগে ভারত বিরক্তি ও অসন্তোষ প্রকাশ করে এসেছে।

এআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়