বিএনপির হাঁকডাক খালি কলসি বেশি বাজার মতো 

আগের সংবাদ
শিখ নেতা হত্যাকাণ্ড: সুনির্দিষ্ট তথ্য পেলে তদন্ত করবে ভারত

শিখ নেতা হত্যাকাণ্ড: সুনির্দিষ্ট তথ্য পেলে তদন্ত করবে ভারত

পরের সংবাদ

আ ফ ম বাহাউদ্দিন নাছিম

বিএনপি গণতন্ত্রের বিপক্ষে ষড়যন্ত্র করছে

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩ , ৮:১০ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৩ , ৮:১০ অপরাহ্ণ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি গণতন্ত্রের বিপক্ষে ষড়যন্ত্র করছে। এরা গণতন্ত্রকে হত্যা করতে চায়। তারা দেশে আবারো স্বৈরশাসন কায়েম করতে চায়। তালেবানি শাসন কায়েম করতে চায়।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে নবজাতকদের জন্য বঙ্গবন্ধুকন্যার শুভেচ্ছা উপহার ও প্রতিবন্ধী শিশুদের শিক্ষাসামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বিশ্বদ্যিালয়ের কোষাধ্যক্ষ বক্ষব্যাধি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি অসাম্প্রদায়িক চেতনা বিনষ্ট করতে চায়। জনগণকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নেয়ার যে চেষ্টা, তা বিচ্যুত করে তারা দেশে তালেবানি শাসন কায়েম করতে চায়।

তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।বিশ্ব দরবারে শেখ হাসিনা উন্নয়নের নেত্রী হিসেবে সমাদৃত। আজকে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, দেশের মানুষ শেখ হাসিনাকে প্রাণ দিয়ে ভালোবাসে, ঠিক তখনই বিএনপি-জামায়াত শেখ হাসিনা সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে। তারা দেশের ১৬ কোটি মানুষকে বিশ্ব দরবারে অসম্মানিত করতে চায়। এরা দেশের ভেতরে ও বাইরের ষড়যন্ত্রকারীদের সঙ্গে মিলে দেশকে শেষ করার চেষ্টা করছে।

নাছিম বলেন, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছেন। তিনি দেশের মানুষের অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার ফিরিয়ে আনতে ৮১ সালে ১৭ মে দলের দায়িত্ব নিয়ে দেশে ফিরে আসেন। ঐক্যের প্রতীক হিসেবে, বাঙালি জাতির মুক্তির প্রতীক হিসেবে মানুষের পাশে এসে দাঁড়ান। খুনিদের উত্তরাধিকার ও রক্ত চক্ষুকে উপেক্ষা করে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ও জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তিনি দেশে ফিরে আসেন। তিনি দেশে ফিরে আসায় আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি। তিনি সামরিক জান্তাদের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করেছেন।

এআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়