পারমাণবিক অস্ত্র নির্মূলের আহ্বান বাংলাদেশের

আগের সংবাদ

উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

পরের সংবাদ

নিখোঁজের পর ২ সন্তানসহ মায়ের লাশ উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩ , ১১:১৪ পূর্বাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৩ , ১১:১৯ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিখোঁজের একদিন পর মা ও দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে তাদের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানা পুলিশ।

মৃতরা হলেন- উপজেলার কাশিপুর গ্রামের আব্দুর রহিমের স্ত্রী নাসিমা বেগম (৩৪)। দুই ছেলের মধ্যে একজনের নাম সিফাতুল (৬) ও আরেকজনের নাম শাওন (৭)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর থেকে দুই সন্তানসহ নাসিমা বেগম নিখোঁজ ছিলেন। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাচ্ছিলেন না। পরে বুধবার সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের তীরনই নদীতে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এ সময় স্বজনরাও ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে তাদের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়