ভালো শুরুর পর ফিরলেন মাহমুদউল্লাহ

ভালো শুরুর পর ফিরলেন মাহমুদউল্লাহ

আগের সংবাদ
জানুয়ারির মধ্যে নির্বাচন না হলে দেশে অরাজকতা হবে

সার্কভুক্ত দেশগুলোকে নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানানো হবে

পরের সংবাদ

শিমু হত্যা মামলায় আরো ৪ জনের সাক্ষ্য

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩ , ৩:২০ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৩ , ৩:২০ অপরাহ্ণ

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় আরো ৪ জন সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন- ব্যবসায়ী জয়নাল আবেদীন, অটোচালক মনির হোসেন এবং দুই কৃষক শহিদ মিয়া ও মনির হোসেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহান মুন্নির আদালতে তারা সাক্ষ্য দেন। সাক্ষ্য শেষে তাদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এরপর আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২ নভেম্বর দিন ধার্য করেছেন।

উল্লেখ্য, ২০২২ সালের ১৭ জানুয়ারি আলীপুর ব্রিজের পাশে ঝোপের ভিতর থেকে অভিনেত্রী শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। পরদিন বিকেলে অভিনেত্রী শিমুর ভাই শহীদুল ইসলাম খোকন বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল ও এস এম ফরহাদ।

মামলার চার্জশিটে উল্লেখ করা হয়, শিমুকে শ্বাসরোধ করে মেরে তার লাশ বস্তাবন্দী করে নদীতে ফেলে দেন স্বামী খন্দকার শাখাওয়াত আলীম নোবেল ও তার বন্ধু আব্দুল্লাহ ফরহাদ। মামলাটি তদন্ত করে গত ২৯ আগস্ট কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক শহিদুল ইসলাম দুই জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়