বিএনপির খুলনা বিভাগীয় রোড মার্চ শুরু

আগের সংবাদ
অবশেষে ভারতের ভিসা পেলো পাকিস্তান দল

অবশেষে ভারতের ভিসা পেলো পাকিস্তান দল

পরের সংবাদ

ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩ , ১০:১১ পূর্বাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৩ , ১০:১৩ পূর্বাহ্ণ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কারাবন্দি এক হাজতির মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে তিনি মারা যান।

নিহতের নাম মো. বাবু (৩৫)। তার বন্দী নম্বর (হাজতি ২১৬৬০/২৩), তার বাবার নাম মান্নান খান।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী ইমরানসহ কয়েকজন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে তাকে নিয়ে আসা হয়।

কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বাবুকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

এআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়