২৮৩ মোবাইল ছিনতাই, ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

২৮৩ মোবাইল ছিনতাই, ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

আগের সংবাদ

বঙ্গকন্যা রাষ্ট্রপ্রধান হওয়ার কারণে ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে

পরের সংবাদ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র‌্যাবের রোবাস্ট পেট্রোল-চেকপোস্ট মোতায়েন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩ , ৫:৫৫ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৩ , ৫:৫৫ অপরাহ্ণ

সর্বসাধারণের জানমালের নিরাপত্তার লক্ষ্যে র‍্যাবের সব ব্যাটালিয়নসমূহে নিজ-নিজ এলাকায় রোবাস্ট পেট্রোল পরিচালনা ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পরিচালনা শুরু হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল মোহাম্মদ আব্দুর রহমান। ।

আব্দুর রহমান বলেন, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে, এই পেট্রোল জোরদারের ফলে ছিনতাই, চুরি, ডাকাতি, খুন ও ধর্ষণসহ অন্যান্য অপরাধ বহুলাংশে হ্রাস পেয়েছে এবং একই সঙ্গে কিশোর গ্যাং দৌরাত্ম্য অনেকটা কমে গিয়েছে। রোবাস্ট পেট্রোল ছাড়াও যে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি, সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবেলায় র‌্যাব স্পেশাল ফোর্স টিম, র‌্যাবের হেলিকপ্টার, ডগ স্কোয়াড ও বোম্ব ডিস্পোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। এছাড়াও যেকোনো গুজব অপপ্রচার রোধে আমাদের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।

পরিশেষে র‌্যাব কর্তৃক যে কোনো মূল্যে সর্বসাধারণের জানমালের নিরাপত্তা ও দৈনন্দিন জীবনে ব্যাঘাত সৃষ্টিকারীদের নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান তিনি।

এসি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়