বিচ্ছেদ নিয়ে স্ত্রীর অমত, বিছানাতে স্বামীকে গুলি

আগের সংবাদ

মামুনুল হকসহ ২২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

পরের সংবাদ

১৬ আন্তঃনগর ট্রেনে যুক্ত হলো লাগেজ ভ্যান

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ৫:২৭ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ৫:২৯ অপরাহ্ণ

দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের কৃষিপণ্য ঢাকায় আনা নেয়ার সুবিধার্থে ১৬টি আন্তঃনগর ট্রেনে যুক্ত হলো লাগেজ ভ্যান।

রবিবার (২৪ সেপ্টেম্বর) ১৬টি ট্রেন দিয়ে যাত্রা শুরু হলেও আগামী অক্টোবরে আরো ২৫টি এবং ডিসেম্বরে আরো ৫০টি ব্রডগেজ লাগেজভ্যান সংযোজন করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

আজ সকালে রাজধানীর কমলাপুরে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনে লাগেজ ভ্যান সংযোজন উদ্বোধন করেন রেলমন্ত্রী।

উদ্বোধনের আগে সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, এ প্রকল্পের জন্য ১২৫টি লাগেজ ভ্যান ও ফ্রিজিং লাগেজ কেনা হয়েছে যা পর্যায়ক্রমে সব ট্রেনে লাগানো হবে।

এরমধ্যে ২৮টি ফ্রিজিং লাগেজ কেনা হয়েছে, যা দিয়ে মানুষের কৃষিপণ্য ও অন্যান্য মালামাল পরিবহন করা যাবে।

উদ্বোধনের আগে সংক্ষিপ্ত অনুষ্ঠানে মন্ত্রী আরো জানান, প্রান্তিক কৃষকের উৎপাদিত পণ্য ও অন্যান্য মালামাল কম খরচে পরিবহন করতেই রেলের এ উদ্যোগ নেয়ার হয়েছে। প্রকল্প নেয়া হয়েছে ৩০০ কোটি টাকার। শুধু কৃষি পণ্যই না; কৃষকের উৎপাদিত মাছ-মাংস ও দুধ পরিবহন করা যাবে রেফ্রিজারেটর (ফ্রিজিং) লাগেজ ভ্যানে।

প্রসঙ্গত, প্রায় দেড়শ কোটি টাকা ব্যয়ে কেনা হয়েছে রেলের ২৮টি ফ্রিজিং কোচ। প্রায় ৩০০ কোটি টাকার এ প্রকল্পে কেনা হয়েছে ৯৭টি লাগেজ ভ্যানও। উদ্দেশ্য কৃষিপণ্য পরিবহন করা।

তবে কৃষক ও ব্যবসায়ীদের মতে, ঢাকার বাজারের সঙ্গে ট্রেনের শিডিউল মিল না থাকায় শাক-সবজি পরিবহনে আগ্রহী হবেন না কেউ।

এআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়