ভিসা নীতিতে যুক্ত হবে গণমাধ্যমও

আগের সংবাদ

নিউজ ফ্ল্যাশ

পরের সংবাদ

ড. মঈন খান

সরকার খালেদা জিয়াকে ভয় পায়

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ৮:৪৮ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ৮:৫১ অপরাহ্ণ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কেনো রাজনৈতিকভাবে মামলা করা হয়েছে এমন প্রশ্নে রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থ খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে গিয়ে রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে বিএনপির সমাবেশে তিনি এই প্রশ্ন রাখেন।

মঈন খান বলেন, আমাদের নেত্রী (খালেদা জিয়ার) মামলার কোন স্বাক্ষ্য, প্রমাণ ছিল না। তার বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ন হয়েই মামলার জালে আটকে রাখা হয়েছে। এ কারণেই বলতে হবে এই সরকার খালেদা জিয়াকে ভয় পায়। এই সময়ে নেতা-কর্মীরা মুহুর্র মুহুর্র স্লোগান দিতে থাকে খালেদা জিয়ার কিছু হলে আগুন জ্বলবে ঘরে ঘরে’।

এর আগে বিকাল তিনটায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি উন্নত চিকিতসায় বিদেশে পাঠানোর দাবিতে এই সমাবেশ হয়। নেতা-কর্মীরা খালেদা জিয়ার ছবি সম্বিলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিল করে সমাবেশস্থলে আসে। বিকাল চারটার মধ্যে নয়া পল্টনের সড়ক জনসমুদ্রে পরিণত হয়।

মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, ফরহাদ হালিম ডোনার, রুহুল কবির রিজভী, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কামরুজ্জামান রতন, মহিলা দলের আফরোজা আব্বাস, যুব দলের সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য রাখেন।

এআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়