অর্ধ কোটিরও বেশি টাকা অবৈধ ই-ট্রানজেকশন করেছে চক্রটি

অর্ধ কোটিরও বেশি টাকা অবৈধ ই-ট্রানজেকশন করেছে চক্রটি

আগের সংবাদ
হাতিরঝিলে পৃথক ঘটনায় গৃহকর্মীসহ দুই জনের মরদের উদ্ধার

হাতিরঝিলে পৃথক ঘটনায় গৃহকর্মীসহ দুই জনের মরদেহ উদ্ধার

পরের সংবাদ

রাঙ্গাবালীতে খাসজ‌মি দখল ক‌রে ব্যবসা প্রতিষ্ঠান নির্মান

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ৩:০৮ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ৩:৪৭ অপরাহ্ণ

রাঙ্গাবালীর মৌডুবী‌তে পল্টুন ঘা‌টের খাসজ‌মি অবৈধভাবে দখল করে দোকান ঘর নির্মান করছে স্থানীয় এক ব‌্যবসায়ী।

অভিযুক্ত আজিজুর রহমান সুজন (৩২) স্থানীয় সবুজ মিয়ার ছেলে। সে মৌডুবী বাজা‌ারে কজন প্রিন্ট ও ফটোক‌পি ব‌্যবসায়ী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সুজন মৌডুবী বাজার সংলগ্ন পুরাতন পল্টুন ঘাট ব‌্যবহার করে এক‌টি দোকান নির্মাণ করছে। কাঠ ও টি‌নের ঘর নির্মান করে নিজস্ব ব‌্যবসায় ব‌্যবহার করবে সে। অবৈধভাবে খাস জ‌মি দখলের খবর পেয়ে স্থানীয়রা উপ‌জেলা নির্বাহী অফিসারকে অব‌হিত করলে তি‌নি ইউনিয়ন ভূ‌মি অফিসারকে প্রেরণের মাধ‌্যমে নির্মাণকাজ বন্ধ করেন।

উপ‌জেলা নির্বাহী অফিসার জনাব মিজানুর রহমান ব‌লেন, খাসজ‌মি অবৈধভা‌বে দখল করা শা‌স্তি‌যোগ‌্য অপরাধ। এর বিরুদ্ধে আইনানুগ ব‌্যবস্থা নেয়া হবে।

এ বিষ‌য়ে ইউনিয়ন ভূ‌মি অফিসার মো. তারেক জানান, খবর পেয়ে ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে অবৈধ নির্মাণ কাজ স্থ‌গিত করা হয়েছে। এ বিষ‌য়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অব‌হিত করা হবে।

অভিযুক্ত আজিজুর রহমান সুজন বলেন, জ‌মিটা দীর্ঘদিন প‌তিত র‌য়ে‌ছে। তাই একটা ঘর তুলে জ‌মিটা ব‌্যবহার কর‌তে চেয়েছি।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়