১৬ আন্তঃনগর ট্রেনে যুক্ত হলো লাগেজ ভ্যান

আগের সংবাদ

প্রতিযোগিতা সৃষ্টি হওয়ায় মামলার তদন্তের মান বেড়েছে

পরের সংবাদ

গাড়ী ভাংচুরের মামলা

মামুনুল হকসহ ২২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ৫:৩৭ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ৫:৩৭ অপরাহ্ণ

রাজধানীর দারুসসালাম থানার গাড়ী ভাংচুরের মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ২২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১০ এর বিচারক মামুনুর রহমান ছিদ্দিকী এর আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

প্রথম দিন সাক্ষ্য দেন মামলার বাদী প্রদীপ কুমার সাহা। এদিন সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়ায় আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ অক্টোবর তারিখ দিন ধার্য করেছেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শাহ আলম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া মামুনুল হকের আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন বলেন, শুধুমাত্র রাজনৈতিক নেতাদের হয়রানি করার জন্য অন্যান্য মামলায় তুলনায় দ্রুত বিচারকার্য সম্পাদন করার লক্ষ্যে দ্রুত মামলার তারিখ দিচ্ছে। মাওলানা মামুনুল হকের ৪০ এর অধিক মামলা থাকায় কাশিমপুর কারাগার হতে প্রতিনিয়ত আনায় তিনি শারিরীকভাবে খুবই অসুস্থ হয়ে পড়ছেন। তার সুচিকিৎসা প্রয়োজন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর সকাল সাড়ে ছয়টার দিকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল সমর্থিত ৪০০-৫০০ জন নেতাকর্মী সকাল অনুমান ০৬:৩০ মিনিটের সময় লাঠিসোটাসহ সজ্জিত হয়ে গাবতলী এলাকায় মিছিল বের করে।

এরপর গাবতলীস্থ আল্লাহর দান হোটেলের সামনে পৌঁছে গাবতলী হতে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসের গতিরোধ করে গাড়ীর সামনের এবং পাশের গ্লাস ভাংচুর করে গাড়ীর আনুমানিক দেড় লক্ষ টাকার ক্ষতি করে এবং আটটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ ঘটনায় দারুসসালাম থানার এসআই প্রদীপ কুমার সাহা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ১৯০৮ সালের পেনাল কোডের ১৪৩/৩৪১/১৪৭/১৪৮/১৪৯/১২৩ ধারা ও বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩ ধারার অভিযোগ আনা হয়।

পরে মামলাটি তদন্ত করে ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

এআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়