নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারি।
তিনি নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। তিনি পরপর দুবার বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
চলতি বছরের নভেম্বরে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এর আগে ভেঙে দেয়া হবে সংসদ। সেই হিসেবে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী মাত্র এক মাসের জন্য সংসদ সদস্য নির্বাচিত হলেন।
রবিবার (২৪ সেপ্টেম্বর) রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার মো. মঈন উদ্দীন খান তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন।
সহকারী রিটার্নিং অফিসার ও বড়াইগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব বলেন, উপনির্বাচনে একমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই মনোনয়নপত্র জমা দেন।
এ আসনের উপনির্বাচনে জেলা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন মৃধা এবং ছাত্রদল নেতা মেহেদী হাসান নোমান মনোনয়নপত্র কিনলেও শেষ পর্যন্ত তারা কেউ জমা দেননি।
তিনি আরো বলেন, ১৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ প্রার্থীর জমা দেওয়া একমাত্র মনোনয়নপত্রটি বাছাইয়েও বৈধ হয়। আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। এদিন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারি ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় রিটার্নিং অফিসার নিয়মানুযায়ী তাকে সংসদ সদস্য পদে বিজয়ী ঘোষণা করেন।
প্রসঙ্গত, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস গত ৩০ আগস্ট মারা যান। এরপর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং ১১ অক্টোবর ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।