পানছড়িতে গাঁজা ও ভারতীয় কসমেটিক সহ দু’জন আটক

পানছড়িতে গাঁজা ও ভারতীয় কসমেটিক সহ দু’জন আটক

আগের সংবাদ
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে জনগণ কষ্টে আছে

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে জনগণ কষ্টে আছে

পরের সংবাদ

বাংলাদেশ ব্যাটিং নেওয়ায় বিস্মিত ভারতীয় অধিনায়ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ১২:০৫ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ১২:০৫ অপরাহ্ণ

টি টুয়েন্টি ম্যাচ হলেও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় দুই ইনিংস মিলিয়ে ২৫ ওভারের মধ্যেই খেলা শেষ।

স্টেডিয়াম থেকে বের হওয়ার পথে ভারতের অধিনায়ক স্মৃতি মান্দানা মিক্সড জোনে বাংলাদেশের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করলেন, ‘ম্যাচে টস গুরুত্বপূর্ণ ছিল। এরপরও তারা ব্যাটিং নেওয়ায় অবাকই হয়েছি। আমরা টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম।’

তবে স্মৃতি স্বদেশি বোলারদের কৃতিত্ব দিলেন, ‘আমাদের বোলাররা দারুণ বল করেছে। বিশেষ করে পূজা অসাধারণ। কিছু সময় তাদের বল খেলা অনেক কঠিন ছিল।’

যে কোন প্রতিযোগিতায় বাংলাদেশ-ভারত খেলা মানেই বাড়তি উত্তেজনা। মাস দুয়েক আগে মিরপুরে দুই দলের ওয়ানডে সিরিজে ম্যাচের পর ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌরের ঘটনা বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলো। সেই ঘটনা প্রসঙ্গে স্মৃতি মান্দানা বলেন, ‘আমাদের মনে এখন আর কিছু নেই। আমরা পেশাদার ক্রিকেটার। সবাই সমান আমাদের কাছে।’

বাংলাদেশের ঘটনায় হারমানপ্রীত দুই ম্যাচ নিষিদ্ধ। তাই এশিয়ান গেমসের কোয়ার্টার ও সেমিফাইনাল খেলতে পারেননি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফাইনালে খেলার কথা রয়েছে তার।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়