বিশ্বের বেশিরভাগ মানুষ পশ্চিমাদের প্রতারণার শিকার

আগের সংবাদ

কোনও রক্তচক্ষুকে ভয় পাই না

পরের সংবাদ

পূর্বধলায় ট্রেনের ইঞ্জিনের দুই চাকা লাইনচ্যুত

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ১:১৪ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ১:৩২ অপরাহ্ণ

জারিয়া-ময়মনসিংহ রেলপথে পূর্বধলা উপজেলার জালশুকা রেলক্রসিং এর সামনে জারিয়াগামী ২৭২ নং লোকাল ট্রেনের ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। ফলে এ রেলসড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার সময় জারিয়া-শ্যামগঞ্জ রেলপথের পূর্বধলা উপজেলার জালশুকা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, ময়মনসিংহ থেকে জারিয়াগামী লোকাল ২৭২নং ডাউন ট্রেনটি সকালে ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে এস পূর্বধলা উপজেলার জালশুকা রেলক্রসিং এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিনের সামনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। তবে এতে কোন যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি।

পূর্বধলা রেলস্টেশনের বুকিং সহকারী আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাত পর্যন্ত এ সড়কে চলাচলকারী ট্রেনগুলো ভালোভাবে চলাচল করেছে। অথচ সকালের ট্রেনটি জালশুকা রেলক্রসিং এলাকায় লাইনচ্যুত হয়েছে এটা কোন নাশকতা কিনা তা তদন্ত করার পর বলা যাবে।

তিনি আরো জানান, উদ্ধারকারী ট্রেন আসলে উদ্ধারকাজ শুরু হবে। তা মেরামত করে এ লাইনে ট্রেন চালু হতে প্রায় ৪ ঘন্টা সময় লাগবে।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়