কুমিল্লার তিতাসে ১২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে তিতাস থানা পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি ফোর্স তাকে আটক করে।
আটককৃত সিয়াম একই জেলার দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের চর চারিপাড়া গ্রামের মো. আলম বেপারীর ছেলে। সিয়াম তিতাসের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলো।
রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে তাকে কুমিল্লা কোর্টে চালান করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে পুলিশ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে তিতাস থানার এসআই মো. আনিসুর রহমান বলেন, সিয়াম একজন পেশাদার মাদক কারবারি। সে তিতাসের বিভিন্নস্থানে নিয়মিত মাদক সাপ্লাই দিয়ে আসছিলো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।