নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত বিজিবি

আগের সংবাদ

বিচ্ছেদ নিয়ে স্ত্রীর অমত, বিছানাতে স্বামীকে গুলি

পরের সংবাদ

নিউমার্কেট ও ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় জলাবদ্ধতা

ডিএসসিসির ৪ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ৫:১৩ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ৫:১৪ অপরাহ্ণ
নিউমার্কেট ও ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় জলাবদ্ধতা

বৃষ্টি শেষ হওয়ার ২৪ ঘন্টার মধ্যেও নিউমার্কেট ও ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় জলাবদ্ধতা নিরসনে করতে না পারার ঘটনায় দায়িত্ব পালনে ব্যর্থতা ও তদারকিতে গাফিলতির দায়ে ৪ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

রবিবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

৪ কর্মকর্তা-কর্মচারী হলেন- করপোরেশনের সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আসগর, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া, পরিছন্ন পরিদর্শক মোহাম্মদ আবদুন নুর ও পরিছন্ন পরিদর্শক মোহাম্মদ সোহেল।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভারী বর্ষণে নগরীর বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার পর শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত পর্যন্ত রাজধানীর বেশকিছু এলাকা থেকে পানি নামেনি।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ঢাকায় প্রায় ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ভারী বর্ষণে সবচেয়ে বেশি দুর্ভোগের মুখে পড়েছেন নিউমার্কেট, বংশাল, জুরাইন, মাতুয়াইল, মিরপুর-২, দক্ষিণখান, খিলক্ষেত, আশকোনাসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা।

কেএমএল

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়