তিন ম্যাচের ওয়ানডে সিরিজ
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ (রবিবার) শুভমান গিল ও শ্রেয়াশ আয়ারের সেঞ্চুরিতে ৩৯৯ রানের সংগ্রহ গড়েছে ভারত।
তাছাড়া ভারতীয়দের হয়ে ৭২ রানের ইনিংস খেলেন সূর্যকুমার যাদব ও ৫২ রানের ইনিংস খেলেন লোকেশ রাহুল।
এর আগে ২০১১ সালে উইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ৪১৮ রানের ইনিংস খেলেছিল, সেটি এখন পর্যন্ত ভারতীয়দের গড়া সবচেয়ে বড় সংগ্রহ। এটি ছাড়াও তারা আরো ৬ বার চারশোর বেশি রানের সংগ্রহ গড়েছিল।
সফরকারী অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেছেন ক্যামেরুন গ্রিন এবং বাকিদের মধ্যে জশ হ্যাজেলউড, সিন অ্যাবট ও অ্যাডাম জম্পা ১টি করে উইকেট তুলেন।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ম্যাচের চতুর্থ ওভারেই ধাক্কা খায় স্বাগতিক ভারত। হ্যাজেলউডের বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন ৮ রান করা ঋতুরাজ গায়কোয়াদ।
এরপর তিনে নামা আয়ারকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন শুভমান গিল। দুই ব্যাটারই একশোর বেশি স্ট্রাইক রেট ধরে রেখে সেঞ্চুরি পূরণ করেন।
গিল আউট হন ৯৭ বলে ১০৪ রানের ইনিংস খেলে এবং আয়ার সাজঘরে ফেরেন ৯০ বলে ১০৫ রান করে।
তারা বিদায় নেয়ার পর আক্রমণাত্মক খেলে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিতে ৩৮ বলে ৫২ রানের ইনিংস খেলেন রাহুল, ১৮ বলে ৩১ রান করেন ইশান কিষান।
শেষ পর্যন্ত ৩৭ বলে ৭২ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন যাদব ও ১৩ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা।
প্রথম ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল ভারত। আজ জিতলে সিরিজ নিশ্চিত হবে টিম ইন্ডিয়ার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।