নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশ চলছে

আগের সংবাদ
বায়োজিনের প্রিমিয়াম বায়োহাইড্রা প্রযুক্তি চালু

বায়োজিনের প্রিমিয়াম বায়োহাইড্রা প্রযুক্তি চালু

পরের সংবাদ

খালেদার গ্যাটকো মামলার চার্জগঠন শুনানি ২৩ অক্টোবর

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ৪:২০ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ৪:২০ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ আসামির বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার চার্জগঠন শুনানি পিছিয়ে আগামী ২৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আলী হোসেনের আদালতে মামলার চার্জগঠন শুনানির দিন ধার্য ছিল। এদিন খন্দকার মোশাররফ হোসেনের অব্যাহতি চেয়ে শুনানি করেন তার আইনজীবী তাদেরুল ইসলাম তৌহিদ।

এদিন তার পক্ষে শুনানি শেষ না হওয়ায় আদালত তার পক্ষে ও খালেদা জিয়াসহ অন্য আসামির শুনানির জন্য আগামী ২৩ অক্টোবর দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া ও হান্নান ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।

২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে দুদকের উপ-পরিচালক জহিরুল হুদা খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এখন এ মামলায় আসামির সংখ্যা ১৫ জন। ৯ আসামি মারা গেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

এআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়