দেবহাটায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

দেবহাটায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

আগের সংবাদ
বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু

বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু

পরের সংবাদ

এডিসি হারুনকাণ্ড: তদন্তের সময়সীমা আরো বাড়লো

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ৯:৪৫ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ৯:৪৬ অপরাহ্ণ
এডিসি হারুনকাণ্ড

ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় এডিসি হারুন অর রশিদের ওপর আনা অভিযোগ সংক্রান্ত ঘটনার তদন্তের সময়সীমা আরো তিন কার্যদিবস বাড়িয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রবিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৯ সেপ্টেম্বরও তদন্তের সময়সীমা তিন কার্যদিবস বাড়ানো হয়েছিলো।

গত ৯ সেপ্টেম্বর রাতে বারডেম হাসপাতাল থেকে তুলে শাহবাগ থানায় নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের নির্যাতনের অভিযোগ ওঠে পুলিশের রমনা বিভাগের তখনকার অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদের বিরুদ্ধে।

এডিসি হারুনকাণ্ডে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়লোএডিসি হারুনকাণ্ডে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়লো ওইদিন রাতেই শাহবাগ থানার সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা ভিড় করেন।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা থানায় গিয়ে মধ্যরাতে মীমাংসা করেন। আহত ছাত্রলীগ নেতাদের থানায় নেয়া হয়।

১০ সেপ্টেম্বর দুপুরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এডিসি হারুনকে রমনা বিভাগ থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দাঙ্গা দমন বা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে সংযুক্ত করা হয়। একই দিন সন্ধ্যায় তাকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়।

পর দিন ১১ সেপ্টেম্বর এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করা হয়। সবশেষ তাকে পুলিশের রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

এ ঘটনায় ১১ সেপ্টেম্বর তিন সদস্যের তদন্ত কমিটি করে ডিএমপি। কমিটির সভাপতি ডিএমপি সদর দপ্তরের উপপুলিশ কমিশনার (অপারেশনস) আবু ইউসুফ।

অপর দুই সদস্য হলেন-রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) শাহেন শাহ এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গোয়েন্দা-মতিঝিল বিভাগ) মো. রফিকুল ইসলাম।

এই তদন্ত কমিটির ১৩ সেপ্টেম্বর প্রতিবেদন দেয়ার কথা ছিল। কিন্তু ওই দিন তদন্ত শেষ করতে না পারায় ডিএমপি কমিশনারের কাছে আরও পাঁচ দিন সময় চায় কমিটি। তাদের সময় দেয়া হয়।

মঙ্গলবার ডিএমপি কমিশনারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার শেষ দিন ছিলো। কিন্তু কমিটি আরো সাতদিন সময় চেয়েছিলো। শেষ পর্যন্ত তিন দিন বাড়ানো হয়েছে।

এআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়