পরিণীতির বিয়েতে আসবেন না প্রিয়াংকা

পরিণীতির বিয়েতে আসবেন না প্রিয়াংকা

আগের সংবাদ

বসিলায় ডাম্প ট্রাকচাপায় সিএনজির যাত্রী নিহত

পরের সংবাদ

বিশ্বের দীর্ঘতম দূরপাল্লার ড্রোন প্রদর্শন ইরানের

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩ , ১০:৩৪ পূর্বাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৩ , ১০:৩৪ পূর্বাহ্ণ

“বিশ্বের দীর্ঘতম দূরপাল্লার ড্রোন” প্রদর্শন করেছে ইরান। প্রতিবেশী ইরাকের সঙ্গে ইরানের ৮০’ দশকের যুদ্ধের বার্ষিকীতে এসব অস্ত্র প্রদর্শন করে তেহরান।

রাষ্ট্রীয় মিডিয়ার বরাদ দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান শুক্রবার ব্যালিস্টিক এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ ‘বিশ্বের দীর্ঘতম পাল্লার ড্রোন’ প্রদর্শন করে প্যারেড করেছে।

ছবি: সংগৃহীত

শুক্রবারের (২২ সেপ্টেম্বর) এই প্যারেডে ওই ড্রোনটি প্রথম ‘উন্মোচন করা হয়’। এদিন এই অনুষ্ঠান রাষ্ট্রীয় টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।

প্যারেড অনুষ্ঠানে আরো কিছু ড্রোন প্রদর্শন করা হয়।

এগুলো হলো- মোহাজের, শাহেদ এবং আরশ। এই ড্রোন একইসঙ্গে কয়েকটি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে সেগুলোতে একইসময়ে আঘাত হানতে সক্ষম। স্থিতিশীল লক্ষ্যবস্তুর পাশাপাশি চলমান লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে এই ড্রোন।

ছবি: সংগৃহীত

এই প্রসঙ্গে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, ‘আমাদের বাহিনী এই অঞ্চলে ও পারস্য উপসাগরে নিরাপত্তা নিশ্চিত করছে। আমরা এই অঞ্চলের মানুষকে শেখাতে পারি যে, প্রতিরোধই আজকের টিকে থাকার পথ। একমাত্র প্রতিরোধই শত্রুকে পিছু হটতে বাধ্য করে।’

এআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়