বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওডিআইয়ের খেলা শুরু হবে আজ শনিবার দুপুরে। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচেও আছে শঙ্কা।
শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৭৮ শতাংশ। এদিন সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩ ডিগ্রি। প্রায় সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।
সেই সময় থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত ৫.৭ মিলি মিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচ যে বৃষ্টি বাধায় পড়বে তা এক প্রকার নিশ্চিতই বলা চলে। এই ম্যাচের পরই বাংলাদেশের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা হতে পারে।
আজকের ম্যাচে টাইগাররা পাচ্ছে না তানজিম সাকিবকে। আহত হয়ে তিনি মাঠের বাইরে। তার জায়গায় ডাকা হয়েছে হাসান মাহমুদকে। ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে থাকতে পারেন লিটন দাস।
তিন নম্বর পজিশনে নেমে যেতে পারেন তানজিদ হাসান তামিম। চারে তাওহীদ হৃদয়ের জায়গাটা পোক্তই বলা চলে। পাঁচে মাহমুদুল্লাহ রিয়াদ, ছয়ে সৌম্য সরকার, সাতে শেখ মেহেদী হাসান। বাংলাদেশ ব্যাটিং করতে নামলে এই তিন পজিশনে থাকবে বাড়তি নজর।
আটে খেলতে পারেন নুরুল হাসান সোহান, নয়ে রিশাদ হোসেন। দশ এবং এগারোতে দেখা যেতে পারে দুই পেসার হাসান মাহমুদ এবং খালেদ আহমেদকে।
যেমন হতে পারে দ্বিতীয় ম্যাচের একাদশ: তামিম ইকবাল, লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, হাসান মাহমুদ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।