ওয়েংজু অলিম্পিক স্পোর্টস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জাপানের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। জাপানের বিপক্ষে ৮ গোলে হেরেছে বাংলাদেশ। জাপানের মেয়েরা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। তাদের একটি গোলও দিতে পারেনি বাংলাদেশের মেয়েরা।
ম্যাচের প্রথমার্ধেই এক হালি গোল দেয় জাপান। সপ্তম মিনিটে শুরু, পরের মিনিটেই আরেকটি গোল! প্রথমার্ধের বাকি দুই গোল হয়েছে ২৯ এবং ৪৫ মিনিটে। বিরতির পর ফের গোল উৎসবে মাতে জাপান। ৪৭, ৫৬, ৭৭ ও ৮২ মিনিটে বাংলাদেশের জালে আরা আরো চার বার বল পাঠায়।
অন্যদিকে জাপানের পোস্টে কোনো শটই নিতে পারেনি বাংলাদেশের মেয়েরা। রক্ষণ সামলাতেই পুরোটা সময় ব্যস্ত থাকতে হয়েছে!
বাংলাদেশ কোচ কোচ সাইফুল বারী ম্যাচের আগের দিন বলেছিলেন, যতটা সম্ভব ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে চান।
তবে বাস্তবে তেমনটা দেখা যায়নি। জাপান স্রেফ একতরফাই খেলে গেছে। জোড়া গোল করেছেন জাপানের মোয়েকো তানিগাওয়া, রেমিনা চিবা, কোতোনো সাকাকিহারা।একটি করে গোল করেছেন ইউশু শিওইয়োয়ে, মায়া হিজিকাতা। আগামী ২৫ সেপ্টেম্বর সাবিনাদের প্রতিপক্ষ ভিয়েতনাম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।