সাই পল্লবীর বিয়ের গুঞ্জন

সাই পল্লবীর বিয়ের গুঞ্জন

আগের সংবাদ
পরিণীতির বিয়েতে আসবেন না প্রিয়াংকা

পরিণীতির বিয়েতে আসবেন না প্রিয়াংকা

পরের সংবাদ

এবার সিগারেট নিষিদ্ধ করছে যুক্তরাজ্য

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩ , ১০:১৫ পূর্বাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৩ , ১০:১৫ পূর্বাহ্ণ

এবার ধুমপানমুক্ত দেশ গড়ার কথা ভাবছে যুক্তরাজ্য। বলা হচ্ছে, যুক্তরাজ্য নতুন প্রজন্মের জন্য সিগারেট নিষিদ্ধ করছেন।

আর এই পদক্ষেপ নিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক নিজেই। মূলত পরবর্তী প্রজন্মকে সিগারেট থেকে দূরে রাখতে এমন পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছেন তিনি।

ব্রিটিশ মিডিয়ার রিপোর্টের বরাত দিয়ে শনিবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ধুমপান দেশ গড়তে ও নতুন প্রজন্মকে সিগারেট থেকে দূরে রাখতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রয়োজনীয় ব্যবস্থা প্রবর্তন করার কথা বিবেচনা করছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শুক্রবার সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে।

এই প্রসঙ্গে ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ‘আমরা আগামী ২০৩০ সালের মধ্যে ধূমপানমুক্ত দেশ গড়তে চাই। সেই জন্য ধূমপান নিয়ে নতুন সিদ্ধান্তের কথা ভাবছি। নতুন প্রজন্মকে ধূমপান ত্যাগ করতে উৎসাহিত করতে চাই। আর এই কারণেই আমরা ইতোমধ্যে ধূমপানের হার কমানোর জন্য ব্যবস্থা নিয়েছি।

ওই মুখপাত্র আরো বলেন, ধূমপান নিরুৎসাহিত করতে বিনামূল্য ভ্যাপ কিট দেয়া হবে। এছাড়া গর্ভবতী নারীদের ধূমপান থেকে বিরত রাখতে ভাউচার স্কিম দেয়া হবে। এছাড়া আরো নানা পদক্ষেপ রয়েছে। সেইগুলো পর্যায়ক্রমে ঘোষণা দেয়া হবে।

এর আগে গত বছর ডিসেম্বরে নিউজিল্যান্ড সরকার ধূমপানবিরোধী পরিকল্পনা ঘোষণা করেছে। নিউজিল্যান্ডের সহযোগী স্বাস্থ্যমন্ত্রী আয়েশা ভেরাল এক টুইটে জানান, নিউজিল্যান্ড ধূমপানমুক্ত ভবিষ্যতের দিকে একটি ঐতিহাসিক পদক্ষেপ নিচ্ছে।

‘স্মোক ফ্রি ২০২৫ অ্যাকশন প্ল্যান’ এর অংশ হিসেবে, তারা ভবিষ্যৎ প্রজন্মের কাছে সিগারেট বিক্রি নিষিদ্ধ করাসহ বেশ কয়েকটি সাহসী পদক্ষেপ বাস্তবায়ন করবে।

এআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়