ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র

আগের সংবাদ
সাই পল্লবীর বিয়ের গুঞ্জন

সাই পল্লবীর বিয়ের গুঞ্জন

পরের সংবাদ

ইরানে শিয়া দরগায় হামলার দায়ে তাজিক ব্যক্তিকে মৃত্যুদণ্ড

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩ , ৯:৩৯ পূর্বাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৩ , ৯:৩৯ পূর্বাহ্ণ

ইরানের দক্ষিণাঞ্চলের শহর শিরাজে শিয়া সম্প্রদায়ের একটি দরগায় বন্দুক হামলার দায়ে দোষী সাব্যস্ত একজন তাজিক ব্যক্তিকে ইরানের একটি আদালত মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।

দেশটির বিচার বিভাগ এই তথ্য জানিয়েছে। খবর: এপি।

বিচার বিভাগের অনলাইন ওয়েবসাইট মিজান জানিয়েছে, দোষী সাব্যস্ত হামলাকারী তাজিকিস্তানের রহমাতুল্লাহ নওরোজফ বলে শনাক্ত করা হয়েছে। তাকে একজন আইএস সদস্য হিসেবে অভিহিত করা হয়েছে। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দুটি রায় দেয়া হয়েছে।

এছাড়া দেশের নিরাপত্তা বিঘ্নিত করার অভিপ্রায়ে সমাবেশে অংশ নেয়া এবং ষড়যন্ত্র করার অভিযোগে” অন্য দুই ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড এবং দেশ থেকে নির্বাসনের শাস্তি দেয়া হয়েছে।

এর আগে, ২০২২ সালের অক্টোবরে মাজারে একটি নির্বিচার গোলাগুলির ঘটনা ঘটে। ঐ ঘটনায় ১৩ জন নিহত হয়; আহত হয় ৩০ জন। পরে আইএস ওই হামলার দায় স্বীকার করে।

এআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়