সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে

আগের সংবাদ

বৃষ্টিতে সরবরাহ কমেছে, বেড়েছে সবজির দাম

পরের সংবাদ

অস্ট্রেলিয়া যেতে আগ্রহীদের সতর্কবার্তা হাইকমিশনের

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৩ , ১:২৬ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৩ , ১:৪২ অপরাহ্ণ

কর্মী ভিসায় অস্ট্রেলিয়ায় যেতে আগ্রহীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) একপ্রেস বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেয় হাইকমিশন।

হাইকমিশন বলছে, কতিপয় অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান কাজের প্রলোভন দেখিয়ে অস্ট্রেলিয়ায় কাজের সুযোগ পেতে আগ্রহীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সে দেশে চাকরি পেতে আগ্রহীদের কাজের ভিসা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং হাইকমিশনের সহায়তা নেওয়া যেতে পারে।

একই সঙ্গে দেশটির ভিসা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সম্পর্কে সকলকে অবগত থাকার পরামর্শও দেয়া হয়েছে।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়