মানিকগঞ্জের সিংগাইরে ফিলিং স্টেশনে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ওজনে কম দেয়ায় অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দক্ষিণ জাইল্যা এলাকায় অবস্থিত মেসার্স মোহনা পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহনা পেট্রোল পাম্পে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ওজনে কম দেয়ার বিষয়টি প্রশাসন জানতে পারেন।
পরে বৃহস্পতিবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল কাইয়ূম খান অভিযান পরিচালনা করলে ঘটনার সত্যতা পায়। এ সময় ওই পাম্পের মালিক পক্ষকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করে তা আদায় করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল কাইয়ূম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।