তিন কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

আগের সংবাদ

ডিসিও এর সদস্যপদ গ্রহণ করলো বাংলাদেশ

পরের সংবাদ

ব্যাংক চেয়ারম্যানদের কঠোর হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩ , ১১:১৭ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৩ , ১১:১৭ অপরাহ্ণ
ব্যাংক চেয়ারম্যান

অতিরিক্ত দামে ডলার বিক্রি করছে বেশ কয়েকটি ব্যাংক। ঋণপত্রের (এলসি) মাধ্যমে ডলার পাচারের অভিযোগও রয়েছে। এছাড়া বিভিন্ন ব্যাংকের এমডিদের সঙ্গে চেয়ারম্যানের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে।

তাই ব্যাংকের চেয়ারম্যানদের কঠোর হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

বুধবার (২০ সেপ্টেম্বর) বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে ৮ সদস্যদের একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন।

এসময় ব্যাংকগুলোর চেয়ারম্যানদের কর্পোরেট কালচারসহ যাবতীয় নীতিমালা মানার নির্দেশও দেন গভর্নর।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের আসেন বিএবি নেতারা।

এসময় নজরুল ইসলাম মজুমদারে সঙ্গে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফত ও পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমানসহ ৮ জন চেয়ারম্যান উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশ ব্যাংকের নীতি বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। কেউ নিয়ম ভঙ্গ করলে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক কোম্পানি আইনের ১০৯ নম্বর ধারা অনুযায়ী শাস্তি হবে।

বিভিন্ন ব্যাংকের ট্রেজারি প্রধানকে কারণ দর্শানো নোটিশ দেয়ার বিষয়ে তিনি বলেন, যিনি সরাসরি অপরাধ করেন নিয়ম অনুযায়ী তাকে আইনের আওতায় আনা হয়েছে। পেছনে কে সে বিষয়ে পরে দেখা যাবে।

এর আগে কয়েকটি ব্যাংকের ট্রেজারি প্রধান ও এমডিকে কারণ দর্শানোর নোটি দেয়া হয়েছিল।

বাংলাদেশ ব্যাংক ঘোষণার চেয়ে বেশি দামে আমদানিকারকের কাছে ডলার বিক্রি করায় বেসরকারি খাতের ১০ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে এসব ব্যাংকের ট্রেজারি-প্রধানকে জরিমানা করার প্রক্রিয়া শুরু করেছে।

বেশি দামে ডলার বিক্রির জন্য এসব ব্যাংকের ট্রেজারি-প্রধান দায় এড়াতে পারেন না বলে ব্যাংকগুলোর কাছে পাঠানো চিঠিতে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ট্রেজারি বিভাগ ব্যাংকের টাকা ও ডলারের চাহিদা-জোগানের বিষয়টি নিশ্চিত করে থাকে। কোনো কোনো ব্যাংকে ট্রেজারি বিভাগের প্রধান পদে উপব্যবস্থাপনা পরিচালক পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।

এআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়