চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি চলাচল শুরু

আগের সংবাদ
বাংলাদেশকে ১১১২ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশকে ১১১২ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

পরের সংবাদ

বাইডেনকে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে মোদির আমন্ত্রণ

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩ , ১০:৪১ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৩ , ১০:৪১ অপরাহ্ণ

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠেয় প্যারেডে প্রধান অতিথি আমন্ত্রণ জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে।

সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকে বাইডেনকে এই আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার (২০ সেপ্টেম্বর) ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এবারই প্রথম নয়, এর আগে ২০১৮ সালের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে আমন্ত্রণ জানানো হয়েছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। যদিও তিনি নিজ দেশের অভ্যন্তরীণ কারণে সেই আমন্ত্রণ রক্ষা করতে পারেননি ট্রাম্প।

তার জায়গায় মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি প্রধান অতিথি হিসেবে এসেছিলেন।

২০১৫ সালে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন বারাক ওবামা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবস উদযাপনে যুক্তরাষ্ট্র ছাড়াও কোয়াডের বাকি দুই দেশ অস্ট্রেলিয়া ও জাপানের শীর্ষ নেতাদেরও আমন্ত্রণ জানাবে ভারত।

এআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়