এখনই এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে না

আগের সংবাদ

আলাদা হলো আবু বকর-ওমর ফারুক

পরের সংবাদ

আলীকদমে সেনাজোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩ , ৫:০৫ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৩ , ৫:০৭ অপরাহ্ণ

বান্দরবানের আলীকদমে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী (৩১ বীর) সেনাজোন কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের নগদ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে আলীকদম সেনা জোনের হল রুমে উপস্থিত বিভিন্ন স্কুল,কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক,শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র ছাত্রীদের খাবার বিলসহ সর্বমোট ২,৫৪,৭২৯.০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল মো. সাব্বির হাসান, পিএসসি, জোন কমান্ডার, আলীকদম জোন। এ সময় তিনি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এ বিষয়ে তিনি আরো বলেন, সেই সঙ্গে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, প্রতিমাসেই জোন কর্তৃক এসকল প্রতিষ্ঠানকে অনুরূপ অনুদান প্রদান করা হয়ে থাকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়