নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলো আইসিসি

নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির

আগের সংবাদ
মিরসরাইয়ে তিন ইউপি চেয়ারম্যানকে সম্মাননা

মিরসরাইয়ে তিন ইউপি চেয়ারম্যানকে সম্মাননা

পরের সংবাদ

মাগুরায় শিক্ষার্থীদের বীরত্ব গাথা শোনালেন বীর মুক্তিযোদ্ধা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩ , ৫:০৮ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৩ , ৫:১১ অপরাহ্ণ

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ কারা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বাস্তবায়ন প্রকল্পের অধীনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে মাগুরার শালিখা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্ব গাথা শোনানো।

শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ইয়াসমিন মনিরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র ছাত্রীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শাহ-আলম সরদার।

বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের পরিচালক ও উপসচিব ড. মো. নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সরদার ফারুক আহমদ, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার মাষ্টার ও বীর মুক্তিযোদ্বা মো. আনছার আলী মাস্টার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা ৫ শতাধিক ছাত্রছাত্রীদেরকে মুক্তিযুদ্ধের গল্প ও বঙ্গবন্ধুর আদর্শ বিষয়ে আলোচনা করেন। এছাড়া মুক্তিযুদ্ধের বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি  বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের পরিচালক ও যুগ্ম সচিব মো. শাহ-আলম সরদার।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়