সদ্যই শেষ হয়েছে এশিয়া কাপের ১৬তম আসর। ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। এবার এশিয়া কাপে দুইবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান।
এছাড়া দুই দল এখন পর্যন্ত মোট ২০৪ বার মুখোমুখি হয়েছে। দুই দল প্রথম খেলেছিল ১৯৫২ সালে। টেস্ট ম্যাচ ও ওয়ানডেতে পাকিস্তান ভারতের চেয়ে বেশি ম্যাচ জিতেছে। যদিও ভারত দুই দলের মধ্যে বারোটি টি-টোয়েন্টি আন্তর্জাতিকের মধ্যে আটটি জিতেছে।
আগামী মাসে ভারতে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে ১৪ অক্টোবর মুখোমুখি হচ্ছে এই দুই দল। তবে তার আগেই একে অপরের মুখোমুখি হতে পারে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। মূলত চীনে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে এই দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এশিয়া গেমসে ভারত এবং পাকিস্তান সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলবে। ভারত-পাকিস্তানের মতো শ্রীলঙ্কা এবং বাংলাদেশও কোয়ার্টার ফাইনাল থেকেই খেলবে। তার আগে গ্রুপ পর্যায়ে দলগুলো একে অপরের বিরুদ্ধে লড়াই করে নকআউটের খেলার যোগ্যতা অর্জন করবে।
ভারত-পাকিস্তান দুই দেশই যদি নিজেদের সবগুলো ম্যাচ জেতে তবে ফাইনালে একে অপরের মুখোমুখি হবে তারা। এই সমীকরণ মিলে গেলে আগামী ৭ অক্টোবর এশিয়ান গেমসের স্বর্ণ পদকের লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল।
এ প্রসঙ্গে ভারতীয় দলের ব্যাটার রিংকু সিং বলেন, আমি নিশ্চিত যে এশিয়ান গেমসের ফাইনালে ভারত এবং পাকিস্তান ফাইনাল খেলবে। আমাদের দলটা বেশ শক্তিশালী। দলে তারকা এবং প্রতিভাবান ক্রিকেটারেরা রয়েছে। ভারতীয় দলে তাড়াতাড়ি যোগ দিতে চাই। এশিয়ান গেমস থেকে স্বর্ণ জয়ের ব্যাপারে আমি দারুণ আত্মবিশ্বাসী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।