মাইক্লো বাংলাদেশ লিমিটেডে যোগ দিলেন ইয়াসির শাবাব

আগের সংবাদ

৩ সরকারি কর্মকর্তার দায় পেয়েছে কমিটি

পরের সংবাদ

ফের উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩ , ৮:৪৩ পূর্বাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৩ , ৩:০০ অপরাহ্ণ

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে তিন দিন পর ফের উৎপাদন শুরু করেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ওই তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হয়।

উৎপাদনে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে।

বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি (ডিজিএম) মোহাম্মাদ আনারুল আজিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায় কেন্দ্রটির।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আনোয়ার উল আজীম গণমাধ্যমকে বলেন, সোমবার সন্ধ্যা ৭টা থেকে ফের উৎপাদন শুরু হয়েছে রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে। সন্ধ্যা থেকে উৎপাদিত ২৬০ মেগাওয়াট যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে।

উল্লেখ্য, উৎপাদন শুরুর পর প্রথম ১৪ জানুয়ারি, এরপর ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন, ১৬ জুলাই, ৩০ জুলাই ও সর্বশেষ ১৪ সেপ্টেম্বর উৎপাদন বিঘ্নিত হয় এ বিদ্যুৎকেন্দ্রে।

এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রটি চালু হয়।

এআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়