ডেঙ্গু আক্রান্ত হয়ে দীপান্বিতা বিশ্বাস (২০) নামে এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দীপান্বিতা বিশ্বাস (২০) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়।
জানা যায়, দীপান্বিতা বিশ্বাস রাজবাড়ীর পাংশা থানার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা অমল বিশ্বাসের মেয়ে। এক ভাই ও এক বোনের মধ্যে দীপান্বিতা ছিলেন ছোট। এমবিবিএস ২০২২-২৩ সেশনে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন তিনি।
দীপান্বিতার সহপাঠী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী শাদমান কবির গণমাধ্যমকে বলেন, ডেঙ্গু ধরা পড়ার পর মেডিকেলের হলে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে সলিমুল্লাহ মেডিকেলের আইসিইউতে নেয়া হয়।
পরে অবস্থার আরো অবনতি হলে গত শুক্রবার তাকে বিএসএমএমইউ-তে স্থানান্তর করা হয়। পরে সেখানেই সে মারা যায়।
উল্লেখ্য, দেশে দিন যত যাচ্ছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা তত বাড়ছে। রোগীদের ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎকরা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সোমবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮২২ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৬৮৪ জন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।