মাদ্রাসাছাত্রকে শারীরিক নির্যাতনের পর হত্যা, শিক্ষক গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে শারীরিক নির্যাতনের পর হত্যা, শিক্ষক গ্রেপ্তার

আগের সংবাদ
রাষ্ট্র এখন যন্ত্রণার কারখানা

রাষ্ট্র এখন যন্ত্রণার কারখানা

পরের সংবাদ

মতবিনিময় সভায় বক্তারা

উদ্যোক্তাদের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে কাজ করবে শ্রীলঙ্কা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩ , ৩:৩৯ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৩ , ৩:৪৫ অপরাহ্ণ
মতবিনিময় সভায় বক্তরা

বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে কাজ করবে শ্রীলঙ্কা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এসএমই খাতের উন্নয়নে যৌথ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন- শ্রীলঙ্কার এসএমই উন্নয়ন প্রতিমন্ত্রী প্রসন্ন রানাবীরা ও শ্রীলঙ্কার ন্যাশনাল ক্র্যাফট কাউন্সিলের চেয়ারম্যান সম্পদ এরাহোপোলা।

মতবিনিময় সভায় ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত হাইকমিশনার ও ফার্স্ট সেক্রেটারি এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন মাহমুদ, মহা ব্যবস্থাপক মো. নাজিম হাসান সাত্তার, ফারজানা খান ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার আগে অতিথিরা এসএমই উদ্যোক্তাদের তৈরি পণ্য প্রদর্শনী ঘুরে দেখেন। সভায় বাংলাদেশে এসএমই খাতের চিত্র এবং এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরেন- ক্লাস্টার উন্নয়ন অনুবিভাগের উপমহাব্যবস্থাপক আবু মঞ্জুর সাঈফ।

এসময় ঢাকায় শ্রীলঙ্কার হাইকমিশনার রুয়ান্থি দেলপিথিয়া এসএমই খাতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বর্তমান অবস্থা সম্পর্কে আলোকপাত করেন।

ন্যাশনাল ক্রাফট কাউন্সিল, শ্রীলঙ্কার চেয়ারপার্সন সম্পদ এরাহোপোলা তাঁর দেশের টেক্সটাইল খাতের অগ্রগতির কথা তুলে ধরেন।

শ্রীলঙ্কার এসএমই উন্নয়ন প্রতিমন্ত্রী প্রসন্ন রানাবীরা এসএমই উন্নয়নে গঠিত ইনস্টিটিউট পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান এবং বাংলাদেশের এমএমই উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান বলেন, এসএমই ফাউন্ডেশন বাংলাদেশের এসএমই উদ্যোক্তাদের পণ্যের মানোন্নয়ন, বাজারজাতকরণ, অর্থায়ন, এসএমই ক্লাস্টার উন্নয়ন, নারী-উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

তবে শ্রীলঙ্কা সরকার আলাদা মন্ত্রণালয় ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে এসএমই খাতের উন্নয়নে আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে, সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে বাংলাদেশের এসএমই খাতের উন্নয়নে তা বাস্তবায়নের চেষ্টা করবে এসএমই ফাউন্ডেশন।

 

এআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়