রাজধানীর ব্যাংক পাড়া মতিঝিলের সেনা কল্যাণ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৮ সেপ্টম্বর) রাত ৮টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাত ৮টা ৫৫ মিনিটিরে দিকে সেনা কল্যাণ ভবনের অষ্টম তলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ৪৫ মিনিটের চেষ্টায় ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারন জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।