কুলাউড়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ২

আগের সংবাদ

দক্ষিণ আফ্রিকায় বাস-লরির সংঘর্ষ, নিহত ২০

পরের সংবাদ

র‌্যাংকিংয়ের শীর্ষে পাকিস্তান, বাংলাদেশ কত নম্বরে

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩ , ৯:৪৯ পূর্বাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৩ , ৯:৪৯ পূর্বাহ্ণ

আবারো ওডিআই র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে পাকিস্তান।

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ হারালো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

প্রথম দুই ওয়ানডে জেতার পর শেষের তিন ম্যাচেই হারের শিকার হলো অজিরা।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সিরিজ নির্ধারণী পঞ্চম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ১২২ রানে হারিয়েছে প্রোটিয়ারা। এই পরাজয়ের ফলে অস্ট্রেলিয়া হারাল ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থানটি।

অস্ট্রেলিয়ার হারে লাভ হয়েছে পাকিস্তানের। এশিয়া কাপে ভরাডুবির পরও র‌্যাংকিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছে বাবর আজমের দল।

১১৫ রেটিং পয়েন্ট পাকিস্তানের। আজই এশিয়া কাপ জেতা ভারতের রেটিং পয়েন্টও ১১৫, তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে উঠেছে পাকিস্তান। অস্ট্রেলিয়া নেমে গেছে তিন নম্বরে। তাদের রেটিং পয়েন্ট ১১৩।

এছাড়া দক্ষিণ আফ্রিকা চতুর্থ, ইংল্যান্ড পঞ্চম ও নিউজিল্যান্ড ষষ্ঠ স্থানে রয়েছে। বাংলাদেশের অবস্থান তালিকার ৭ নম্বরে। এশিয়া কাপের ফাইনালিস্ট শ্রীলঙ্কা রয়েছে অষ্টম স্থানে, আর আফগানদের অবস্থান নবমে।

এদিকে, আগামী ২২ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়া ও ভারত ৩ ম্যাচের ওডিআই সিরিজে মুখোমুখি হবে। সিরিজ-শেষে র‍্যাংকিংয়ে আরো পরিবর্তন হতে পারে।

এআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়