ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার বড় এলাকাজুড়ে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ১২ ঘণ্টা গ্যাস থাকবে না।
সোমবার (১৮ সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইন নির্মাণের প্রয়োজনীয় অংশের সঙ্গে সংশ্লিষ্ট ভাল্ব চিহ্নিতকরণ, গ্যাস বন্ধ ও অবমুক্তকরণ কাজের জন্য মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ থেকে রাত ১০টা পর্যন্ত ১২ ঘণ্টা গোদনাইল ভাল্ব স্টেশন হতে ওয়াবদাপুর হয়ে পোস্ট অফিস রোড পর্যন্ত রাস্তা এবং পোস্ট অফিস মোড় হতে পঞ্চবটি মোড় পর্যন্ত ক্যাপটিভ শিল্প ও বাণিজ্যিক গ্রাহকসহ নিম্নবর্ণিত এলাকায় আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার আওতাধীন এলাকা, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ শহরের আশপাশে গ্যাস সরবরাহ বিঘ্নিত ও গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে তিতস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।