রাশিয়া ছাড়লেন কিম, উপহার হিসেবে যা পেলেন

আগের সংবাদ

নিউইয়র্কে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ

পরের সংবাদ

ভারত থেকে আসছে ৪ কোটি ডিম

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩ , ১:০৫ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৩ , ১:৩১ অপরাহ্ণ

চারটি প্রতিষ্ঠানকে ভারত থেকে চার কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। আমদানি করা ডিম খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দাম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মন্ত্রণালয় গেল রবিবার দেশের চার প্রতিষ্ঠানকে এক কোটি করে ডিম আমদানির অনুমোদন দিয়েছে।

প্রাথমিক পর্যায়ে সরকার আমদানির পর বাজার স্থিতিশীল আছে কিনা তা পর্যবেক্ষণ করবে এবং বাজার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর নিত্যপ্রয়োজনীয় আমিষের দাম বাড়ার মধ্যে খুচরা পর্যায়ে ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে সরকার।

সেদিন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী জানিয়েছিলেন, স্থানীয়বাজারে ডিমের দাম না কমলে সরকার ডিম আমদানির সিদ্ধান্ত নেবে।

তবে সরকারের বেঁধে দেয়া দামের প্রভাব পড়েনি রাজধানীর কাঁচাবাজারে। আগের দামেই বিক্রি হচ্ছে ডিম।

এআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়