১৩১ প্রতিষ্ঠানকে ৭ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

১৩১ প্রতিষ্ঠানকে ৭ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

আগের সংবাদ
সম্মেলনের আগে বহিস্কৃত সভাপতি দিচ্ছেন যুবলীগের কমিটি, সংঘাতের আশঙ্কা

সম্মেলনের আগে বহিষ্কৃত সভাপতি দিচ্ছেন যুবলীগের কমিটি!

পরের সংবাদ

পাথরঘাটায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩ , ৮:৪২ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৩ , ১০:৫২ অপরাহ্ণ
পাথরঘাটায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

বরগুনার পাথরঘাটায় সড়কে‌র উপরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা লেগে মোটরবাইক চালকসহ তিনজন নিহত হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার কাকচিড়া-লেমুয়া সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

কাকচিড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাবুল হাওলাদারের ছেলে রাকিব (২৩), ৪ নম্বর ওয়ার্ডের নাসিরের ছেলে তানভীর ও একই এলাকার শাকিব এই দুর্ঘটনায় মারা গেছেন।

জানা যায়, কাকচিড়া থেকে খাসতবক এলাকায় তিন যুবক মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। পথিমধ্যে সড়কে রাখা একটি ট্রাকের সাথে‌ ধাক্কা লেগে ঘটনাস্থলে ছিটকে পরে যায়। তাৎক্ষণিক প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে পার্শ্ববর্তী কাকচিড়া বাজারে এলাহি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত্যু ঘোষণা করেন।

তবে এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) শাহআলম হাওলাদারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে থাকা (ওসি-তদন্ত) সাইফুজ্জামান দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএমএল

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়