পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আওয়ামী মুসলিম লীগের নেতা শেখ রশিদ আহমেদকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তিনি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পার্টির মিত্র হিসেবে পরিচিত।
স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় রাওয়ালপিন্ডিতে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। খবর ডনের।
তার আইনজীবী সরদার আব্দুল রাজ্জাক খানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। আইনজীবী সরদার আব্দুল রাজ্জাক দাবি করেন, সাদা পোশাকের থাকা একদল রশিদকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করেছে। তাকে ‘অজ্ঞাত স্থানে’ নিয়ে গেছে।
তিনি বলেন, রশিদের ভাগ্নে শেখ শাকির ও গৃহকর্মী শেখ ইমরানকেও গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে পৃথকভাবে ভিডিও বার্তায় তার ভাতিজা শেখ রশিদ শফিক বলেন, তার চাচাকে পাঞ্জাব পুলিশ রাওয়ালপিন্ডির বাহরিয়া টাউন ফেজ থেকে গ্রেপ্তার করেছে এবং তার বর্তমান অবস্থান অজানা। ইসলামাবাদ ও পাঞ্জাব পুলিশ উভয়ই উচ্চ আদালতকে লিখিতভাবে জানিয়েছে শেখ রশিদের নামে এখন কোনো মামলার ঘোষণা করা হয়নি।
শফিক গ্রেপ্তারের নোটিশ নিতে এবং তার চাচাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা খুঁজে বের করার জন্য উচ্চ আদালতের কাছে অনুরোধও করেছেন। তিনি আরও বলেন, আমরা আইনি লড়াই লড়বো এবং সবসময় নীতির রাজনীতিতে থাকবো।
পিটিআই-এর টুইটারে একটি পোস্টে, রশিদের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলা হয়েছে, এবার শেখ রশিদের গ্রেপ্তারের মধ্য দিয়ে রাজনৈতিক নিপীড়ন ও ফ্যাসিবাদ অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।