এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলছে বাস

আগের সংবাদ

কাইনেটিক নেটওয়ার্কের বিরুদ্ধে মাইলসের মামলা

পরের সংবাদ

সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ

দগ্ধ তারেক-বাদল মারা গেছেন, মৃত্যু বেড়ে ৪

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩ , ২:২৭ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৩ , ২:২৭ অপরাহ্ণ

সিলেট নগরীর মিরাবাজারস্থ দাদাপীর মাজার সংলগ্ন বিরতি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ নয়জনের মধ্যে আরো দুই জনের মৃত্যু হয়েছে।

এই নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে তারেক আহামেদ ও সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাদল দাসের মৃত্যু হয়েছে।

বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, তারেক ও বাদল দাসের দুজনের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এখনো পাঁচ জন চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিরতি সিএনজি ফিলিং স্টেশনে কম্প্রেসার কক্ষের একটি সেফটি বাল্ব বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নয়জন দগ্ধ হন। এদের মধ্যে সাতজন ওই স্টেশনের কর্মচারী ও দুইজন পথচারী।

এআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়