সেনা কল্যাণ ভবনে আগুন নিয়ন্ত্রণে

সেনা কল্যাণ ভবনে আগুন নিয়ন্ত্রণে

আগের সংবাদ
শান্তিগঞ্জে উৎসবমূখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

শান্তিগঞ্জে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

পরের সংবাদ

ঝিকরগাছায় শিক্ষাবিদ রবিউল ইসলামের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩ , ১০:১৫ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৩ , ১০:১৬ অপরাহ্ণ
ঝিকরগাছায় শিক্ষাবিদ রবিউল ইসলামের মৃত্যু

যশোরের ঝিকরগাছার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ রবিউল ইসলাম বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭০।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

অধ্যক্ষ রবিউল ইসলাম বরিশাল শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ ছিলেন। ১৯৮৮ সালে তিনি ওই কলেজের সমাজকর্ম বিভাগে কর্মজীবন শুরু করেন। এরপর ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন।

তিনি ১৯৬২ সালের ৩১ ডিসেম্বর ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নওয়ালি গ্রামে জন্ম গ্রহণ করেন। অধ্যক্ষ রবিউল ইসলাম ওই গ্রামের মৃত মনির উদ্দিন মোড়লের ছেলে।

আছর নামাজের পর নওয়ালী মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।

কেএমএল

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়