নীলফামারীতে সংবাদ সম্মেলন ডেকে বিপাকে আয়োজক

নীলফামারীতে সংবাদ সম্মেলন ডেকে বিপাকে আয়োজক

আগের সংবাদ
বিএনপি বাকশাল নয়: ড. মঈন খান

বিএনপি বাকশাল নয়: ড. মঈন খান

পরের সংবাদ

মির্জা ফখরুল

কেউ চলে গেলে বিএনপির কিছুই আসবে যাবে না

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩ , ৬:২৫ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৩ , ৬:২৫ অপরাহ্ণ
কেউ চলে গেলে বিএনপির কিছুই আসবে যাবে না

বিএনপি একটা বিশাল প্রবাহমান নদীর মতো ‘কেউ চলে গেলে তাতে দলের কিছু আসবে যাবে না’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৭ সেপ্টেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘তৃণমূল বিএনপি’ নামে নতুন নিবন্ধিত রাজনৈতিক দলের বিএনপির সাবেক নেতা শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকার যোগ দিচ্ছে বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

তিনি বলেন, তৈমুর আলম খন্দকার এখন আমাদের দলের সদস্য নন, শমসের মবিন চৌধুরী আমাদের দলের সদস্য নন। সুতরাং তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিতেই পারেন। এটা তাদের ব্যাপার। আমরা শুধু এইটুকু বলতে চাই, আগেও আমি তার উত্তর দিয়েছি, বিএনপি হচ্ছে একটা বিশাল প্রবাহমান নদীর মতো। সেখানে কত খড়কুটো আসে, কত খড়কুটো যায়, তাতে বিএনপির কিছু যায় আসে না। ‘দ্যাট ইজ বিএনপি’।

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য পরবর্তী দল থেকে বহিষ্কৃত ব্যারিস্টার নাজমুল হুদা ‘তৃণমূল বিএনপি’ প্রতিষ্ঠা করেন। গত ১৬ ফেব্রুয়ারি দলটিকে নির্বাচন কমিশন নিবন্ধন দেয়। এর কয়েকদিন পর তিনি মারা গেলে দলটির নেতৃত্বে আসেন অন্তরা হুদা। মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে দলটি কাউন্সিল অনুষ্ঠানের কথা রয়েছে।

কেএমএল

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়