আলফাডাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

আগের সংবাদ
নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা, অভিযুক্তের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা, অভিযুক্তের মৃত্যুদণ্ড

পরের সংবাদ

প্রবাসের কবিতা: মনের সাথে মিতালী

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৩ , ৫:৫৯ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৩ , ৫:৫৯ অপরাহ্ণ
প্রবাসের কবিতা: মনের সাথে মিতালী

আমি দুর্নীতি করি না
আমার দুর্নীতি করার সুযোগ নেই
আমি কি তাহলে ভালো মানুষ?

আমার দুর্নীতি করার সুযোগ আছে
আমি তবুও দুর্নীতি করি না
আমি কি তাহলে ভালো মানুষ?

অন্যেরা দুর্নীতি করে কিন্তু আমি করি না
আমি কি তাহলে ভালো মানুষ?

আমি ভালো খেলি তবুও জিতি না
আমি কি ভালো খেলোয়াড়?

আমি ভালো খেলি না কিন্তু জিতি
আমি কি ভালো খেলোয়াড়?

আমি একদিন মারা যাব
কবে সেটা জানি না
জানতে পারলে কী হতো?
সেটা নিয়ে ভাবি না।

গোটা বিশ্বের মানুষ এখন
ব্যক্তিকেন্দ্রিক হয়েছে,
তাতে কী যায় আসে
মন সেটা বলেছে।

ক্ষমতা আর দক্ষতা থাকিলে
ভালো মানুষ হওয়া যায় অতি সহজে।

কিছু না থাকিলে ভালো থাকা দায়।
সবকিছু থাকিলে ভালো হওয়া যায়।
তারপরও ভালো হতে মন নাহি চায়।

জীবন মানে বেঁচে থাকা
জীবন মানে মৃত্যু।
আমি তোমার বন্ধু
আর তুমি মোর শত্রু।

যার আছে অঢেল
সে আরো পেতে চায়।
যার কিছু নেই
সে শুধু খেতে চায়।

সবাই চায় রাজা হতে
গোলাম হতে কেউ চায় না।
রাজার পতন হয়েছে, গোলামি কমেছে
হঠাৎ কেন রাজা হতে ইচ্ছে তোমার হলো?
মরার বুঝি ইচ্ছে খুব,
সেটাই না বলো।

মহাশূন্য গিয়ে দেখো
চাঁদে কী আছে নাই।
হার্ট যখন কাজ না করে,
মেশিন দিয়ে সারো তা।
আমি আছি খালি পেটে
সেটা তুমি দেখো না।

মন আমার এত কিছু
বলে গেল তোমারে,
বিবেক কাজ করে যদি
বুঝবে তুমি আমারে।

মানুষ হয়ে জন্মেছি
তাই মানুষ হতে চাই।
করো একটু মিতালী
যদি মন চায়।

লেখক: রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন থেকে, [email protected]

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়