এবার যাদের ওপর পড়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আগের সংবাদ
আবহাওয়া অফিস

দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

পরের সংবাদ

দেশে নতুন জঙ্গি সংগঠনের সন্ধান

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩ , ২:২৮ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৩ , ৩:১৫ অপরাহ্ণ

দেশে নতুন জঙ্গি সংগঠনের সন্ধান পেয়েছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট। চার মাস আগে সংগঠনটি আত্মপ্রকাশ করে। সংগঠনটি নাম হলো তাওহীদুল উলুহিয়্যাহ (আল জিহাদি)।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বারিধারার এন্টি টেরোরিজম ইউনিটের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির প্রধান মো. আলীম মাহমুদ।

তিনি জানান, নতুন জঙ্গি সংগঠনের শীর্ষ তিন নেতাকে গ্রেপ্তারের পর বিষয়টি জানতে পেরেছে এন্টি টেরোরিজম ইউনিট। গ্রেপ্তারকৃতরা হলো মো. জুয়েল মোল্লাসহ (২৯), মো. রাহুল হোসেন (২১) ও মো. গাজিউল ইসলাম (৪০)। ১৩ থেকে ১৬ সে‌প্টেম্বর দে‌শের উত্তরাঞ্চল, দ‌ক্ষিণাঞ্চল ও ঢাকা মহানগরী‌তে সি‌রিজ অ‌ভিযান চা‌লি‌য়ে তিন জঙ্গিকে ধরা হয়।

তিনি বলেন, সংগঠনটি ২০২৪ সালে দেশের বিভিন্ন জায়গায় হামলার পরিকল্পনা করছিল। এই সংগঠনটির শীর্ষ নেতারা পুরনো কয়েকটি জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। তারা ফেসবুক ইউটিউবে বক্তব্য প্রচার করে তরুণদের উদ্বুদ্ধ করে সদস্য সংগ্রহ করছিল।

এদিকে মানুষের মনে ভীতি তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছিল নতুন এই জঙ্গি সংগঠন। তবে তাদের অর্থ যোগানদাতা কারা সেটি খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

এআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়