দেশের বাজারে নতুন গেমিং ফোন হেলিও ৮০

দেশের বাজারে নতুন গেমিং ফোন হেলিও ৮০

আগের সংবাদ

মোহাম্মদপুরে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী

পরের সংবাদ

মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৩ , ৮:১১ পূর্বাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৩ , ৮:৩৫ পূর্বাহ্ণ

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে বৃহস্পতিবার ভোরে পৌনে ৪টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ভোর ৪টার দিকে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও হেডঅফিস থেকে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানিয়েছেন, সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা আরও বাড়ছে।

স্থানীয়রা জানান, মার্কেটের টিনশেড অংশের বেশ কিছু জায়গা পুড়ে গেছে। এছাড়া কিছুক্ষণ পর পর এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।

এদিকে ঘটনাস্থলে পানির সঙ্কট দেখা দিয়েছে।যার জন্য আগুন নিয়ন্ত্রণে বেগ পোহাতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়